
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
১৮ ফেব্রুয়ারি, রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের পাশে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসব হাড়গোড় কতদিন নাগাদ ওই জায়গায় পড়ে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করা হয়। পরে ঝোপ সরিয়ে আরও বেশকিছু হাড় পাওয়া যায়। এগুলোর পাশ থেকে একটি শার্ট ও মশারি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে থেকেই তীব্র গন্ধ পেয়ে ধারণা করা হচ্ছিল কোনো কুকুর বা শিয়াল মরার গন্ধ হতে পারে। কিন্তু বাসস্ট্যান্ডের এতো কাছ থেকে কঙ্কালটি উদ্ধার হওয়ায় তারা অবাক হয়েছেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষের মাথার খুলি ও হাড়গোড় সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]