
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
১৮ ফেব্রুয়ারি, রবিবার বিকেলে বিকেলে গোড়াই-সখীপুর সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ (৩০), নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫), গাইড়াবেতিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর।
তিনি বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এতে আহত হন আরও দুজন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাইল করিম জানান, পিকআপভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]