ইন্দুরকানীতে দুই যুবক ও এক শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০১
ইন্দুরকানীতে দুই যুবক ও এক শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্দুরকানীর উপজেলার দুই যুবক ও এক শিশুকে পার্শ্ববর্তী উপজেলার মোড়েলগঞ্জ সানকিভাঙ্গায় চোর সন্দেহে আটক করে অমানুষিক নির্যাতন ও থানায় সোপার্দ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।


জানা যায়, উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার ফকির (৩৭) ও তার ছেলে সাইমুন ফকির (১০) এবং ভবানীপুর গ্রামের লতিফ ঘরামীর ছেলে ছগির ঘরামি (৩৬) তারা দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার বাগেরহাট ভাঙারি ব্যবসায়ী বাদশা সিকদারে কাছে মালামাল দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন।


রাস্তায় কোনো যানবাহন না থাকায় তারা পায়ে হেঁটে বাড়িতে আসছিলেন। গভীর রাত হওয়ায় মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাংঙ্গা ইউনিয়নে আসলে কতিপয় কিছু লোকজন তাদের গরুচোর সন্দেহ করে ধাওয়া করে পরে অমানুষিক নির্যাতন করে পুলিশে কাছে সোপর্দ করেন।


পুলিশ তাদেরকে মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে রোববার গরুচুরির মামলায় আদালতে পাঠায়।


১৮ ফেব্রুয়ারি, রবিবার এলাকাবাসী তাদেরকে ছাড়িয়ে আনতে না পেরে অন্যায় ভাবে তাদেরকে আটক করে নির্যাতন ও পুলিশে দেয়ার প্রতিবাদে ইন্দুরকানী-বালিপাড়া সড়কে দুই শতাধিক মানুষ নিয়ে এ মানববন্ধন করেন।


এসময় বক্তব্য রাখেন বালিপাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ চৌকিদার, আ. জলিল শেখ, সমাজসেবক আবু ছিদ্দিক হাওলাদার, আ. লতিফ হাওলাদার প্রমুখ।


এসময় বক্তারা বলেন, আনোয়ার, ছগির ও সাইমুন তারা ভালো মানুষ। তারা গরীব হলেও কখনও কারও কোনো মালামাল চুরি করেনি। তারা নির্দোষ, তাদেরকে অন্যায় ভাবে আটক করে নির্যাতন করে পুলিশে দেয়া হয়েছে। যারা তাদের সাথে এমন আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেন এবং আনোয়র সহ আটককৃত তিনজনের মুক্তি দাবি করেন। আনোয়ার ও ছগির দুইজনেরই মানসিক সমস্যা রয়েছে। তারা বছরে দুই একবার অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তবে কখনও কারও কোনো ক্ষতি করে না।


বিবার্তা/শামীম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com