
ফরিদপুরের বোয়ালমারীর এক বিএনপি নেতার ইটভাটা গিলে খাচ্ছে ভাটা সংলগ্ন নদী তীরের মাটি। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে নদীর তীর খাঁড়া ও গভীর করে ভেকু দিয়ে কেটে মাটি নেয়া হচ্ছে ওই ইটভাটায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে অবস্থিত ‘আরএজে’ নামের ইটভাটাটি বারাসিয়া নদীর কোলঘেঁষে অবস্থিত। ওই ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য আ. শুকুর শেখ। তার ইটভাটায় বড় বড় মাটির স্তূপ দেখা গেছে। তবে নদী থেকে সদ্য কাটা মাটি সরিয়ে ফেলা হয়েছে।
স্থানীয়রা ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি হচ্ছে না।
ইটভাটা মালিক আ. শুকুর শেখ বলেন, আমার আলাদা ফেলানো ছিল। সেগুলো আমি বেকু দিয়ে কেটে নিয়েছি।
এ ব্যাপারে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এখনই উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো এবং আমাদের লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
বিবার্তা/মিলু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]