ফেনীতে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী ৬২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, শনিবার ফেনী সিটি গার্লস হাইস্কুলের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ফেনী পৌর কাউন্সিলর হারুন অর রশীদ মজুমদার, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন-স্থানীয় সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু।
শেষে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী জেলার ৬২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ-ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]