রাজধানীর কদমতলীর নামাশ্যামপুর এলাকায় পানির পাম্পের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কদমতলীর নামাশ্যামপুর বটতলা ওয়াসার পানির পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ জিনাত রেহানা জানান, রাতে আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ১৭ ফেব্রুয়ারি, শনিবার সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, আমরা মৃতার নাম-পরিচয় এখনো জানতে পারিনাই, তবে জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পেরেছি গত কয়েকদিন আগে এই এলাকায় তিনি আসেন। পাগল প্রকৃতির ছিলেন তিনি। আমাদের ধারণা অসুস্থ জনিত কারণেই তার মৃত্যু হতে পারে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]