শিরোনাম
শেরপুর সীমান্তে বন্য হাতির পাল, আতঙ্কে গ্রামবাসী
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৩:৪৫
শেরপুর সীমান্তে বন্য হাতির পাল, আতঙ্কে গ্রামবাসী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শমশ্চুড়া সীমান্ত পাহাড়ের চেংবের টিলায় বন্য হাতির একটি পাল অবস্থান করায় গ্রামবাসী আতঙ্কে রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত চেংবের টিলায় বন্য হাতির পালটি অবস্থান করছিলো।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতে মেঘালয় সীমান্তের মাচাংপাড়া থেকে ৩০/৪০টি বন্য হাতির পাল উপজেলা পশ্চিম শমশ্চুড়া ইউনিয়নের কোচপাড়া এলাকার সমতলে নেমে আসে। এসময় পশ্চিম শমশ্চুড়া গ্রামের আসকর আলী, মো. ইসরাফিল, নবী হোসেন, বেলায়াত হোসেন, আছর আলী, আবদুল মান্নানের ৮০ শতাংশ জমির বোরো আবাদ ও নওশেদ মিয়ার ২০ শতাংশ গম খেত খেয়ে ফেলে। এছাড়া একই গ্রামে লাববের মিয়ার ৩০ শতাংশ তরমুজ খেত পা দিয়ে নষ্ট করে ফেলেছে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে রাত সাড়ে ১১টার দিকে হাতি পালটিকে সমশ্চুড়া পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। মঙ্গলবার হাতির পালটি শমশ্চুড়া চেংবের পাহাড়ে অবস্থান করছে। সন্ধ্যার পর আবারো হাতির পালটি এলাকায় হানা দিতে পারে বলে গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।


পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে সদস্য নবী হোসেন বলেন, আমরা গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতির পালটিকে তাড়িয়েছি। আবার হাতি লোকালয়ে হানা দিতে পারে বলে আমরা আতঙ্কে রয়েছি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, গ্রামবাসীকে নিয়ে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেরোসিন তেল কিনতে বলা হয়েছে।


বিবার্তা/সানী/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com