
বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের তলা (পাটাতন) ফেটে দুর্ঘটনায় পড়া ৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নৌবাহিনীর জাহাজ 'সমুদ্র জয়' ইনানী বঙ্গোপসাগরের অদূরে ভাসমান অবস্থায় সিঙ্গাপুরগামী এমভি রেফলেস প্রগেস নামের জাহাজ থেকে এসব জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) হস্তান্তর করেছে বলে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জানা যায়, ৫ ফেব্রুয়ারি কক্সবাজার ৬নং ঘাট থেকে ১৬ জন জেলেসহ ফিশিং ভেসেল 'মা' বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। ৯ ফেব্রুয়ারি রাতে পথিমধ্যে বোটটির তলা ফেটে পড়ে যায়। ১৬ জনের মধ্যে ১১ জন পার্শ্ববর্তী উপকূলে সাঁতার কেটে বেচেঁ ফিরলেও ৫ জন নিখোঁজ ছিল। পরে সিঙ্গাপুরগামী এমভি প্রগেস ভাসমান অবস্থায় ৪ জেলেকে উদ্ধার করে নৌবাহিনীতে খবর পাঠালে তারা উদ্ধার করেন। এখনো একজন নিখোঁজ রয়েছে।
উদ্ধারকৃত জেলেরা হলেন মো. ইউনূস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭),আবু বক্কর ছিদ্দিক (৪০) ও নুর মোহাম্মদ (৩৩) তারা সকলেই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
এসময় জেলেরা নৌবাহিনীর উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবার্তা/ফরহাদ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]