শিরোনাম
লালদীঘি মাঠে স্বাধীনতা মেলা বুধবার শুরু
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১২:০৫
লালদীঘি মাঠে স্বাধীনতা মেলা বুধবার শুরু
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

নগরীর লালদীঘি মাঠে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলা আগামীকাল বুধবার শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আয়োজনে থাকছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, নাটক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী।


স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান জানান, ‘স্বাধীনতার সঠিক ইতিহাস সকলকে জানানো ও তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আমারা ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজন করেছি।’


আগামীকাল বুধবার বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য ফজিলাতুননেছা ইন্দিরা এমপি। সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। আলোচক থাকবেন চেমন আরা তৈয়ব, হাসিনা মহিউদ্দিন, দিলোয়ারা ইউসুফ, বাসন্তী প্রভা পালিত, আঞ্জুমান আরা আনজি ও শামীমা হারুন লুবনা।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com