ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, থানা পুলিশের এএসআই মো. আব্দুল করিমের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর পাক্কা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. জুয়েল মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। জুয়েল বিজয়নগর থানায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
অপর দিকে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মহেষপুর রানওয়ে বাজার পাক্কা বাড়ি মোড় থেকে মহন মিয়াতে (৪০) ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, একজন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]