রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।


১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন এবং সদর জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ।


নিহতরা হলেন নবীর হোসেন ও মো. হানিফ। নিহত অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও সিএনজি দুটোই গভীর খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ২ জনের মৃত্যু হয়।


মো. মারুফ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com