প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।
এ উপলক্ষ্যে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মো. এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মো. তৌফিকুজ্জামান ও মো. কাশেম মিয়া।
আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা বলেন, প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে। এই ডেস্কের মাধ্যমে দ্রুত সময়ে রেমিটেন্স যোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে তাদের আর হয়রানি হতে হবে না।
মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এই উদ্যোগকে আরো জোরদার করেছে।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]