‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে তথ্য মেলার আয়োজন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিনব্যাপী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সনাকের জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।
এদিকে মেলায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস, সমাজসেবা, পরিবার-পরিকল্পনা, পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ, লক্ষ্মীপুর পৌরসভা ও কৃষি বিপণন অধিদপ্তরসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]