রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষে ২জন নিহত হয়েছে।


১২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহীর পবার মোহনপুর রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার কামার ধাদাশ গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৩৭)। মোফাজ্জল ভুটভুটির মালিক তিনি নিজেই গাড়ির চালক৷ অন্যজন বিড়ালদহের নন্দনপুরের হানিফের ছেলে হাবিব (২৩) সহযোগী হিসেবে কর্মরত ছিলেন৷


রাজশাহী রেলওয়ে জিআরপি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বলেন, বিকেল ৪টায় দিকে রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। আর একটি ইঞ্জিন চালিত নসিমন কাঠের খড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। নসিমন গাড়িতে একজন চালক ও একজন হেলপার ছিল। পথে মোহনপুর রেল ক্রসিংয়ে আসলে ট্রেনের সাথে নসিমনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। পুলিশ বলছে, ঘটনাস্থলে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সোহানুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com