বান্দরবানের লামা উপজেলায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের আফিমসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫।
আটককৃত হ্লামং মারমা (৩৮) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।
র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন খবরে লামা উপজেলা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক (আফিম) বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে।
সে তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার সময় র্যাবের সিপিএসসির একটি দল অভিযান পরিচালনা শুরু করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি হ্লামং মারমাকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে হ্লামং আফিম মজুদের কথা স্বীকার করে। এবং তার দেখানো তথ্যে ঘর থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লক্ষ টাকা।
হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারি, সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব মাদক কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিত।
র্যাব জানায়, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৪ কেজি ৮৪৫ গ্রাম মাদক আফিম উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/পুণ্যবর্ধন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]