পুঠিয়ায় এক রাতে ৯ দোকানে চুরি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
পুঠিয়ায় এক রাতে ৯ দোকানে চুরি
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে বিকাশ এজেন্ট দোকানসহ এক রাতে ৯ দোকানে চুরির ঘটনা ঘটেছে।


১১ ফেব্রুয়ারি, রবিবার ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।


দোকান মালিকরা জানায়, চোরেরা সংঘবদ্ধভাবে দোকানের সার্টার টেনে ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকরা জানান।


চুরি যাওয়া দোকানগুলো হলো আফজাল হোসেনের ঢাকা স্টোর (৯০হাজার টাকা), রানা টেলিকম (৮হাজার ২শত টাকা), সজিবের স্মার্ট কসমেটিকস (১১হাজার টাকা), সিয়ামের লাম ইয়া কসমেটিকস (১১হাজার টাকা), সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক (এক লাখ টাকা), বারির জুঁই মনি কসমেটিকস (৯হাজার টাকা), আনিস আলীর ব্লু বার্ড (১৪হাজার ৫০০ টাকা) এবং শান্ত হোসেনের মিরাক্কেল( ৮ হাজার টাকা)।


মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মানকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার কারণে বাকিদের দেখা যায়নি।


একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে কিন্তু এই লতিফ মার্কেটে সামনে থেকে সাটার নামিয়ে দেওয়ার কারণে ঘিরে থাকে। যার কারণে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে।


পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।


বিবার্তা/সোহানুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com