
নওগাঁয় গুণিজন সম্মাননা ও কত্থক নৃত্য অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পুরাতন কোর্ট এলাকায় বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে মুক্তিযোদ্ধা মঞ্চে নৃত্য রং একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
‘নুপুরের ছন্দে মাতি আনন্দে’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নৃত্যশিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটির সভাপতি মোরশেদা বেগম শিল্পী।
এ অনুষ্ঠানে বিশিষ্ট গীতিকার, সুরকার রতন সাহা রঘু, আবৃত্তি শিল্পী আবৃত্তি পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বি ও নাট্যশিল্পী মো. খাদেমুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, আবৃত্তি পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. হাসমত আলী, মানবাধিকার কমিশন নওগাঁর সাধারণ সম্পাদক চন্দন দেব, মো. আতাউর রহমান, মওদুদুর রহমান কল্লোল, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকার এবং সমাজকর্মী মো. সামশুল আলম।
পরে নৃত্যরং একাডেমিসহ স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের শিল্পী কলা কুশলীরা কত্থক নৃত্য পরিবেশন করেন।
বিবার্তা/শামীনূর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]