কক্সবাজারের উখিয়া উপজেলায় ২৪টি স্বর্ণের চুড়িসহ উলায়িং রাখাইন নামে তরুণীকে আটক করেছে বিজিবির সদস্যরা। চুড়িগুলোর ওজন প্রায় ২ কেজি। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।
১০ ফেব্রুয়ারি, শনিবার বিকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পরিচালক অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকার উত্তর মগপাড়া গ্রামের সুইছিন রাখাইনের ছেলে।
লে.কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আন্তর্জাতিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই চোরাচালানি মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার খবর পেয়ে বিকেল ৩টায় একটি সিএনজি তল্লাশি করে বিজিবি। ওই সিএনজির এক যাত্রীর কাছে ২৪টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার ওজন প্রায় ১৯৯৩.৭০ গ্রাম বলে জানায় বিজিবি। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকার অধিক। এ সময় তার কাছ থেকে দেড় হাজার টাকা দামের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালান কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারিকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]