ফেনীতে ট্রেনের চাকা খুলে একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
১০ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৫টায় ফেনী রেলষ্টেশন সংলগ্ন লাইনে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় ৭নং বগির চাকা খুলে বগিটি লাইনচ্যুত হয়।
ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বগি লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনে স্টোপেজ করার কথা ছিল। ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের গতি কম থাকায় তেমন কোনো হতাহত হয়নি। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]