অস্ত্রসহ গ্রেফতার ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬
অস্ত্রসহ গ্রেফতার ২৩ রোহিঙ্গার রিমান্ড চায় পুলিশ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশে অস্ত্রসহ প্রবেশকারী ২৩ রোহিঙ্গা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।


১০ জানুয়ারি, শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।


পুলিশ বলছে, কক্সবাজারের উখিয়া সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। তারা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত বাসিন্দা। কিন্তু কী কারণে তারা মিয়ানমারে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে।


তাই প্রকৃত তথ্য জানতে এই ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিলের রিমান্ড আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওসি।


মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারীরা রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। যাদের স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল।


যদিও এর মধ্য অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের কিছু সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় বিজিবির এক সদস্য বাদি হয়ে ওই ২৩ রোহিঙ্গাকে আসামি করে মামলা দায়ের করেন।


ওসি শামীম হোসেন বলেন, পুলিশ মামলাটি নথিভুক্ত করার পর বাংলাদেশে অনুপ্রবেশের মূল তথ্য জানতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করবে। বেলা সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা ২৩ আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে।


এদিকে দুপুর দেড়টা পর্যন্ত মামলার আসামিদের বহনকারী পুলিশের গাড়ীটি আদালতে পৌঁছায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com