ফেনীর সুলতানপুরে সিএনজিচালিত অটোরিকশা ও এক্সকেভেটর সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. লিমন। সে সুলতানপুরে ভাড়া বাসায় থাকতেন। আহতরা হলেন মুন্না, রাতুল, রাকিব, শাকিল ও রাকিব। তারাও একই এলাকার বাসিন্দা।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার পর এক্সকেভেটর মেশিন চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]