চট্টগ্রামে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫১ ভরি সোনাসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি, শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ছয়জন হলেন- মো. আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) ও মো. রিয়াদ হোসেন (১৯)।
বিভিন্ন থানায় মেহেদীর নামে তিনটি মামলা, হান্নান ও রুবেলের নামে একটি করে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ওয়্যার মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানা পুলিশ সূত্র জানায়, চকবাজার থানাধীন মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসায় চুরির ঘটনায় মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরে তাদের দেওয়া তথ্যমতে বারিক বিল্ডিং এলাকা থেকে ৫১ ভরি সোনা উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘যৌথ উদ্যোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের দেখানো তথ্যমতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]