শিরোনাম
চট্টগ্রামে অভিযান শেষ
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৯:০১
চট্টগ্রামে অভিযান শেষ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে আড়াই ঘণ্টার অভিযানে পুলিশ কিছুই পায়নি বলে জানিয়েছে।


সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পুলিশ বাড়ি দুটিতে তল্লাশি চালায়।


অভিযানে নেতৃত্ব দেয়া নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান সাংবাদিকদের জানান, এখানে জঙ্গি আস্তানা আছে এমন তথ্যের ভিত্তিতে এবং চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলানো হয়। তবে অভিযানে কোনো কিছুই পাওয়া যায়নি।


এর আগে বিকেল ৪টার দিকে কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার এক নম্বর রোডে অবস্থিত হক সাহেবের মালিকানাধীন “মমহ ভিলা” এবং উত্তর কাট্টলী বাংলাবাজার (ইশান মহাজন সড়ক) এলাকায় শ্রী শাহর মালিকানাধীন বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঘেরাও করে রাখে।


বিবার্তা/রাজু/কাফী


>>সেই দুটি বাড়িতে অভিযান চলছে


>>জঙ্গি আস্তানা সন্দেহে দু'টি বাড়ি ঘেরাও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com