
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আজ ১৯টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
৭ ফেব্রুয়ারি, বুধবার দিনব্যাপী বন্দর উপজেলার ফনকুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ-এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপনের দায়ে ১৯ টি ইটভাটাকে মোট ৭০ লাখ টাকা জরিমানাসহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে ৩টি ইটভাটা এস্কাভেটর দিয়ে ভেঙ্গে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]