টুঙ্গিপাড়ায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক প্রশিক্ষণ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫
টুঙ্গিপাড়ায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে গ্রামীণ কৃষকের জীবনমান উন্নয়নে সমিতি গঠনসহ উচ্চ মূল্যের ফসল ও সমবায়ের মাধ্যমে চাষাবাদের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


৭ ফেব্রুয়ারি, বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রশিক্ষণ হল রুমে পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক ডি.এ.ই. উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রকল্পের ফোকাল পার্সন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন।


টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, ব্রাক ব্যাংকের এসএমই শাখার এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স এর রিলেশনশিপ ম্যানেজার মো. রকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বক্তব্য রাখেন।


প্রকল্পের ফোকাল পার্সন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। এতে কৃষক নিয়মিত তার চাঁদা বা সঞ্চয় জমা করছেন। পাশাপাশি প্রকল্প থেকে সমিতিকে সম পরিমাণে টাকা জমা করছে। ইতোমধ্যেই প্রকল্পের অর্থায়নে সমিতির কৃষকদের বিভিন্ন উচ্চ মূল্যের ফসলের প্রদর্শনী দেয়া হচ্ছে। আগামীতে সমিতির সদস্যদের চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। এতে কৃষকরা নানা ভাবে উপকৃত হবে এবং তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে।


টুঙ্গিপাড়ার পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক-ডি.এ.ই কৃষি উন্নয়ন সমিতির ৬০ জন কৃষক ও কিষানি প্রশিক্ষণে অংশ নেন।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com