
পিরোজপুরের নাজিরপুর বিএনপি’র একই মামলায় ১৯ নেতা-কর্মীর জামিন ও ২২ নেত-কর্মী কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহম্মেদের আমলী আদালতে ২২ নেতা-কর্মীর স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আদালতে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাসার শামীম ওই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে ২২ জন আসামি স্বেচ্ছায় আত্ম সমর্পণ করে আদালতে জামিনের চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
এর আগে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে একই মামলায় আগাম জামিন নিয়েছের উপজেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল সহ বিএনপির ১৯ নেতাকর্মী।
হাইকোর্টের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল ওই আগাম জামিনের তথ্য নিশ্চিত করে জানান, হাইকোর্টে বিচারক বিচারপতি মো. হাবিবুল গনী ও আহমেদ সোহেলের বেঞ্চে তাদের জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, শাসকদলের কর্মী কবির হোসেন গত ১১ নভেম্বর ২০২৩ সালে বিএনপির ৯০ নেতা-কর্মী নামীয় ও ৮০ জন অজ্ঞাত আসামি মোট ১৭০ জনের বিরুদ্ধে মিথ্যা বিস্ফোরক আইন মামলা দায়ের করেন।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]