পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৬ জানুয়ারি, মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।


বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মোহাম্মদ আফতাউদ্দীন হেলালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনটা হলো একটা চ্যালেঞ্জ, জীবনভর পদে পদে অনেক চ্যালেঞ্জ আসবে। এটা মােকাবেলা করতে হবে। এটা মােকাবেলা করতে পারলেই তুমি সফল। কােনো কিছুই অসম্ভব নয়।


তিনি বলেন, আমার সামনে উপস্থিত সব মুখগুলােতেই ট্যালেন্টের ছাপ দেখছি। তােমাদের চােখে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি । পােশাক নিয়ে চিন্তা করবেনা। আফসােস করা যাবে না। কখনও পথ হারাবে না। তােমাদের চলার পথ যেন আঁকাবাঁকা না হয়। তুমি তােমার কাজ কর, দায়িত্বটা যথাযথ পালন কর। তাহলে তােমরা কখনো পথ হারাবে না। তাহলে পথ হারাবে না বাংলাদেশ।


এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে: সাইফুল্লাহ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও ক্রীড়াশিক্ষক মো. সায়েদার রহমান।


এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com