লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২
লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।


৪ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুইদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।


এ মেলায় সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠান অংশ নেয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ।


এসময় অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত কারিকুলাম পরিদর্শন করেন।


শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


বিবার্তা/সুমন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com