সাভারে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:২৬
সাভারে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।


৩১ জানুয়ারি, বুধবার র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাবও বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে হত্যার সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।


স্থানীয়রা জানান, একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় দুই মাস ধরে বসবাস করছেন মীম আক্তার ও নাতাশা আক্তার। গতকাল দুপুরে মীমের সঙ্গে দেখা করতে আসেন তার সাবেক স্বামী মো. নাঈম। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মীমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করেন নাঈম। পরে নিজেও ওই কক্ষের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


মীমের বাড়ি নওগাঁ জেলার বদরগাছি উপজেলার খোকশাবাড়ী গ্রামে। তার বাবার নাম মোংলা সরকার। তিনি কাইচাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মো. নাঈম নাটোর জেলার মকিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে।


মীমের রুমমেট নাতাশা আক্তার বলেন, আমরা একসঙ্গেই এক রুমে থাকি। অসুস্থ থাকায় আমি গতকাল বাসাতেই ছিলাম। দুপুরে মীম খাবার খেতে বাসায় আসে। তার সাবেক স্বামী নাঈম আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। চাকু দিয়ে মারতে আসলে আমি দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডাকাডাকি করি। সবাই উপরে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মীমকে রক্তাক্ত ও নাঈমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


নিহতের ভাই মো. খোরশেদ আলম বলেন, তিন বছর আগে নাঈমের সঙ্গে বোনের বিয়ে হয়েছিল। দেড় বছর হয় ডিভোর্স হয়ে গেছে। সাত দিন আগে নাঈমের বাবা মারা যাওয়ার পর সে আবারও বোনকে নিয়ে সংসার করতে চায়। আমরা বলেছিলাম, ঈদের পর বাড়িতে সবাইকে নিয়ে বসে আলোচনা করবো। কিন্তু সে বোনকে মেরে ফেললো।


অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন তারা পূর্বে স্বামী-স্ত্রী ছিলেন। সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন-এটিই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com