
সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম মিয়া (২৫) নামের এক যুবক। এঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা যুবক মো. নাইম মিয়া নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার মতিমপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। এবং নিহত মিম (২১) নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। পরবর্তীতে নাইম আবার বিয়ে করেন। এর পরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। নাইম প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতো। একপর্যায়ে নাইম গতকাল মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় মিমকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন নাইম।
নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। তাকে মিম তাড়িয়ে দিয়েছে। গতকাল হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। লোকজন নিয়ে ঘরে এসে দেখি মিমকে নাইম মেরে নিজেও গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে সাভারের হেমায়েতপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিবার্তাি/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]