
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তা।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে ১০ কর্মকর্তা টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহিদ, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রীর অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ আবু জাফর রাজু , ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (লিপি গাজী), অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরুন্নবী, অ্যাসাইনমেন্ট অফিসার সনজিত চন্দ্র দাস, সিনিয়র ফটোগ্রাফার এস. এম. গোর্কি, আন্দ্রিয় স্কু উপস্থিত ছিলেন।
পরে ওই কর্মকর্তারা বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা পৃথকভাবে স্বাক্ষর করেন।
এর আগে দুপুরে কর্মকর্তারা টুঙ্গিপাড়া পৌঁছালে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। স্লোগানে স্লোগানে বঙ্গবন্ধুর সমাধি সৌধে নেতাকর্মীর তাদের স্বাগত জানান। ১০ কর্মকর্তার আগমন কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ মুখরিত করে তোলেন নেতা কর্মীরা।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খানম, কোটালীপাড়া যুব মহিলা লীগের সভাপতি শাবানা, সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]