
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে গত ২৭ জানুয়ারি লাগেজ থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামির নাম-রোজিনা আক্তার (৩২)।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার কদমতলীর জুরাইন এলাকার দেওয়ান বাড়ি থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।
আটক আসামির নাম-রোজিনা আক্তার। তিনি দৌলতদিয়া যৌনপল্লির একজন পতিতা।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মোর্শেদ আলম এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারিতে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে লাগেজ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত করাসহ জানা যায় যে নিহত মিলন প্রামানিক পাবনা জেলার নতুন গোহাইল বাড়ি এলাকার বাসিন্দা। সে রাজবাড়ি জেলার বিভিন্ন ইটভাটায় কাজ করত এবং মাঝে মধ্যে পতিতা পল্লিতে যেত।
এ হত্যাকাণ্ডে মূল অপরাধী যৌনকর্মী রোজিনার প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায়, নিহত মিলন তার কাছে প্রায়ই আসতো। গত ২৬ জানুয়ারি রাতে সে তার বাড়িতে আসে ও তাদের মধ্যে টাকার-পয়সা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে মিলনের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন রোজিনা। পরে লাশ গুম করতে বড় লাগেজে ভরে রিকশায় তুলেন। এরপর একটি মাহেন্দ্রেতে উঠিয়ে দৌলতদিয়া থেকে ফরিদপুর বাসস্ট্যান্ডে এনে কৌশলে লাশের লাগেজটি ফেলে পালিয়ে যান।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন জায়গার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ও তথ্যপ্রযুক্তি সহায়তায় মাহেন্দ্রচালক, রিক্সাচালকসহ হত্যাকারীকে চিহ্নিত করা হয়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আসামি রোজিনাকে আদালতে পাঠানো হয়।এ ব্যাপারে অধিকতর তদন্তে রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]