
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের কালো পাতাকা মিছিলটি সড়কে যাওয়ার সময় আটকে দেয় পুলিশ। পরে আজাদী ময়দানের প্রবেশপথে সমাবেশ করে নেতাকর্মীরা।
বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কমির পিন্টুর সঞ্চালনায় সমাবেশ রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বক্তব্য রাখেন।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]