
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নাগরিকদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
রবিবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে এই অঞ্চলের নানা সমস্যা দূরীকরণ,জনগণের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি এখানকার আগামীর উন্নয়ন চিন্তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার,দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,পৌর মেয়র আলহাজ আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/পলাশ সাহা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]