
নেত্রকোণা জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় আব্দুল গণি (৫৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শহরের মুক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল গনি জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল গণি। পথে মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পেছন থেকে তাকে একটি পিকআপ চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জনি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]