চট্টগ্রামের খুলশীতে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
২৭ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা কাঁচাবাজার সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নূরুল আলম আশিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টাইগারপাস-ঝাউতলা রুটে অবৈধ রিকশা ও গ্রাম সিএনজি চলাচল নিয়ে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে ওখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাৎক্ষণিক ভাবে বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সংঘর্ষে আরো পাঁচজন আহত হন বলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলছে।
বিবার্তা/জাহেদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]