
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী, লক্ষ্মীপুর, দুর্গাশ্রম, আদমপুর, শালতিপাড়া এই পাঁচ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক দ্রুত সংস্কার করা এবং ঝানজাইল হতে বিরিশিরি নদী রক্ষা বাঁধের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৬ জানুয়ারি, শুক্রবার বিকেলে রামবাড়ী গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আ: আজিজ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাব উদ্দিন খান, মাদ্রাসা শিক্ষক আমিরুল ইসলাম, রামবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিল্লুর রহমান রাব্বী, শিক্ষার্থী হাবিবুর রহমান, শহিদুল ইসলাম কাওসার খান, মো:রুক্কু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ২০২০ সালের ভয়াবহ বন্যায় রামবাড়ী-লক্ষীপুর গ্রামের প্রধান সংযোগ সড়কটি প্রায় ১২০ ফুট রাস্তা ভেঙে যায়। এতে আশেপাশের ৫ টি গ্রামের স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে প্রতিবছর বন্যার সময় তীব্র স্রোতে অনেকেই আশেপাশের ঘরবাড়ি, রাস্তা ভাঙন কবলে পরছে। এতে নষ্ট হচ্ছে ফসলের আবাদযোগ্য জমি।
অন্যদিকে বিরিশিরি হতে ঝানজাইল বাজার পর্যন্ত নদী রক্ষা বাঁধটির অসমাপ্ত কাজ রয়ে গেছে তাই দ্রুত সময়ের মধ্যে কাজটি সমাপ্ত করা এবং মানুষের দুর্ভোগ কামাতে রাস্তাটি সংস্কার করার দাবি জানান, একই সাথে স্থানীয় সংসদ সদস্য'র দৃষ্টি কামনা করেন এলাকাবাসী ।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]