
ঝালকাঠির নলছিটিতে রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ জানুয়ারি, শনিবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রিয়াদ মল্লিক (১৩)। তিনি পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে।
নিহতের খালা হনুফা বেগম বলেন, রাতে রিয়াদ তার মায়ের সঙ্গেই ঘুমিয়ে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন- রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে রিয়াদ। পরে দা দিয়ে ওড়না কেটে নিচে নামানো হয় তাকে। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।
ওসি মো. মুরাদ আলী বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]