শিরোনাম
রাখাইনদের বিভিন্ন সমস্যা সমাধানে আলোচনা সভা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৯:৫৯
রাখাইনদের বিভিন্ন সমস্যা সমাধানে আলোচনা সভা
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় ‘বরিশাল অঞ্চলের রাখাইনদের ভূমি সমস্যা ও সমাধান: বর্তমান প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বরিশালের অঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার।


আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ। এছাড়া ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাতেন, মং দামো, লাথেন, লাখেইনসহ আরো অনেকে।


কলাপাড়া, কুয়াকাটার রাখাইন জাতিগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন এখন সংকটে। তাদের বসত ভিটা, ব্যবসা-বাণিজ্য, উপাসনালয়, শশ্মান দখলসহ মামলা দিয়ে হয়রানি হওয়া ভুক্তভোগীদের অবস্থা সরেজমিনে দেখতে ১৩ সদস্যের নাগরিক প্রতিনিধি দল কুয়াকাটার বিভিন্ন এলাকার রাখাইন জাতিগোষ্ঠীর পাড়া পরিদর্শন করেন শনিবার।


এসময় উপস্থিত রাখাইনরা তাদের নিরাপত্তা, ছেলে-মেয়েদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, ভূমি কমিশন গঠন, বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন পাড়ার নাম পুনঃরুদ্ধারের দাবি জানান।


বিবার্তা/উত্তম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com