
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৪ পিস স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
গোয়েন্দা সংস্থা জানায়, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সেই প্যাকেট খুলে ১৪ পিস স্বর্ণের বার পায়। যার ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]