
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে মো. জুয়েল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল ভটভটি চালকের সহকারী হিসেবে কাজ করতেন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চুনিয়াপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। মো. জুয়েল পৌর শহরের চিকাজানী চন্দ্রাপাড়া এলাকার মো. মিন্টুর ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে ইট বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি চালকের সহকারী জুয়েলের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় জুয়েল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে নেয়, অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানেও অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সে মারা যায়।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস আরও জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]