
সুনামগঞ্জের ধর্মপাশায় ৪ দিন আগে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ কংস নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
২৪ জানুয়ারি, বুধবার ১১ টায় ঘুলুয়া গ্রাম সংলগ্ন কংস নদ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
আঁখি মনি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের আয়নালের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি আঁখি মনি নিখোঁজ হয়। বুধবার সকাল ৯ টায় ইউপি সদস্য পুষ্প আক্তারের বাড়ির সামনে কংস নদে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহিন আলমকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মোঃ শামছু দৌহা জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বামী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]