
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, গত ১৮ জানুয়ারি হজের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে, আমরা আর সময়সীমা বাড়াতে চাই না। সৌদি সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে তারা যদি সুযোগ দেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করবো, নচেত এ পর্যন্তই শেষ।
২৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
সবাই চূড়ান্ত নিবন্ধন না করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, হজ এজেন্সিগুলো শেষ সময়ে বাড়ি ভাড়া কম পাওয়ায় জন্য এই পলিসি করে, আমরা এটা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে শহরের বকুতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বক্তব্য রাখেন।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]