
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনি বোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী।
ওসি মো. ওয়াজেদ আলী বলেন, মুখোমুখি সংঘর্ষে পণ্যবাহী পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চিনি বোঝাই পিকআপটির চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]