
সুনামগঞ্জের মধ্যনগরে জনিক সরকার নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
২২ জানুয়ারি, সোমবার বিকেল আড়াইটায় মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানি ইউনিয়নের মোকসেদপুর গ্রাম সংলগ্ন হাওরের একটি হিজল গাছ থেকে ওই মরদেহ উদ্ধার করে।
জনিক সরকার উপজেলার মধ্যনগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রতন সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২১ জানুয়ারি) থেকে জনিক নিখোঁজ ছিল। বছর দুয়েক ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। মাস ছয়েক আগেও জনিক একবার নিখোঁজ হয়েছিল।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, এ ঘটনায় জনিকের পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। এ ব্যাপারে মধ্যনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]