
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি, সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প. প. কর্মকর্তা ডা. রকিবুল হাছান, আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি, মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, আশিকুর রহমান, সালভিয়া মেহরীন।
বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]