‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:০৩
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অপরিকল্পিত নগরায়ণেও বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে ঢাকা রয়েছে আজ সপ্তম স্থানে। যার স্কোর ১৬৪।


২২ জানুয়ারি, সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান সপ্তম। দিন দিনই এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।


এদিন সকাল ৮টা ২০ মিনিটে একিউআই স্কোরে সপ্তম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যা স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আর তালিকার প্রথম স্থানে ভারতের শহর কলকতা রয়েছে, যার স্কোর ২৬১। দ্বিতীয় স্থানে রয়েছে ২২১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর।


এছাড়া একিউআই স্কোর ২১০ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকাতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, চতুর্থ স্থানে আবার ভারতের দিল্লি রয়েছে, যার স্কোর ১৯৩। পঞ্চম স্থানে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৭০। এরপর আছে ভারতের মুম্বাই যার স্কোর ১৬৮ এবং সপ্তম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ১৬৪।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com