
রাজধানীর বাড্ডার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জান্নাতুল ইসলাম রিয়া (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যা ঘটনা ঘটেছে।
২১ জানুয়ারি, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার মা রতনা বেগম জানান, গত আড়াই বছর আগে বাঞ্ছারামপুর এলাকার জাপানি প্রবাসী সাইফ আহমেদ সজলের সঙ্গে বিয়ে হয় রিয়ার। ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল তার। তার জন্য চিকিৎসাও চলছিল। আজ সকালের দিকে মোবাইলে স্বামী সজলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে রিয়াকে নামিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]