
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক (১৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ জানুয়ারি, রবিবারসকাল ১১ টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলিতে এ ঘটনা ঘটে। মৃত আশিক (১৬) কলাকান্দি ২নং ওয়ার্ডের আফজাল মিয়ার বড় ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃতদেহ পানিতে আংশিক ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ পুকুর হতে উদ্ধার করে। আশিক পেশায় অটোরিকশা চালক ছিলেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]