
ব্রাহ্মণবাড়িয়ায় আট শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি, শনিবার সকালে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মিজানুর রহমান রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতা সেবায় কাজ করে। কোথাও কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটলে সেখানে গিয়ে স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা। আজকের দেওয়া তাদের এই কম্বল কিছুটা হলেও অসহায় মানুষের কষ্ট নিবারণ করবে।
এসময়, বক্তারা সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]